বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৫ আগস্ট) বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহসীন এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মো. আব্দুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রূপগঞ্জে হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা নানান স্লোগান দেন। এ সময় তারা সাবেক এই সংসদ সদস্যকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন।
এর আগে, শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীরকে আটক করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোমান মিয়া (১৭) নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।