ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীমিত আকারে যান চলাচল শুরু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন দিন বন্ধ থাকার পর রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে। তবে ধীরগতিতে চলছে গাড়ি। কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার খায়রুল আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বন্যার পানি কমে আসায় রবিবার সকাল থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে। তবে সড়কে ফেনীসহ বিভিন্ন স্থানে এখনও পানি রয়েছে। এ কারণে ছোট গাড়ি চলাচল করছে না। আশা করছি আগামীকাল সোমবার থেকে গাড়ি চলাচল আরও স্বাভাবিক হবে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৫ কিলোমিটার ভয়াবহ যানজট সৃষ্টি হয়। ফেনীসহ বিভিন্ন স্থানে পানির কারণে অচল হয়ে যায় মহাসড়ক। এতে আটকা পড়ে হাজার হাজার যানবাহন।