চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে রোকসানা বেগম নামে ওই প্রসূতির মৃত্যু হয়।

রোকসানা উপজেলার মোশারফগঞ্জ গ্রামের কৃষক রাসেল মিয়ার স্ত্রী।

রাসেল মিয়া জানান, সোমবার ভোর ৬টার দিকে প্রসূতি রোকসানাকে সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও চিকিৎসক সেবা দিতে আসেননি। তার দাবি, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে স্ত্রী রোকসানার।

এলাকাবাসী জানান, এই হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ডা. এএএম আবু তাহের যোগদানের পর থেকে চিকিৎসক সংকট রয়েছে। যারা কর্মরত রয়েছেন তাদের অধিকাংশ জেলা শহরের প্রাইভেট ক্লিনিকে বা অন্যত্র স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের ফোনে বলেন, ‘ওই রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু তারা যাননি।’