বগুড়ায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

বগুড়ার ধুনটে আল আমিন (২৫) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে ধুনট বাজারে যাওয়ার পথে তাদের পিটিয়ে আহত করা হয়। বৃহস্পতিবার সকালে আল আমিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। ধুনট থানার ওসি সৈকত হাসান এ তথ্য দিয়েছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত আল আমিন ধুনট পৌরসভার ৯নং ওয়ার্ডের চরধুনট এলাকার মৃত ভুলু মিয়ার ছেলে। তিনি ধুনট পৌর যুবলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত আবু হানিফ (২৪) একই গ্রামের বেলাল হোসেনের ছেলে।

নিহতের বড় ভাই রানা জানান, বুধবার সন্ধ্যার দিকে আল আমিন বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশী আবু হানিফের মোটরসাইকেলে ধুনট বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বড় ব্রিজের ওপর পৌঁছালে বিভিন্নরকম দেশি অস্ত্রে সজ্জিত কয়েকজন মোটরসাইকেলের গতি রোধ করে তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন। সেখানে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

ধুনট উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, ‘দলীয় অভ্যন্তরীণ কোন্দলে আল আমিন খুন হয়েছেন।’

ধুনট থানার ওসি বলেন, ‘হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি।’