বন্যার পানিতে ভাসছিল যুবকের মরদেহ

ফেনীর ফুলগাজীতে বন্যার পানি থেকে মো. মামুন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুলাই) রাত ১২টার দিকে সদর ইউনিয়নের কিসমত ঘনিয়ামোড়া এলাকার কহুয়া নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

মৃত মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মুহুরী ও কহুয়া নদীর পানি বেড়ে যায়। রাতে কহুয়া নদীর কিসমত ঘনিয়ামোড়া এলাকায় মাছ ধরতে যান মামুন। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে তার মরদেহ নদীর পানিতে ভাসতে দেখেন।  স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেন তারা।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন, ‘নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যুর সংবাদ জেনেছি। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। নদীভাঙনের কারণে এ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।’