হাইকোর্টের নির্দেশে স্বপদে বহাল মেয়র মুহিবুর

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে স্বপদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১ জুলাই) হাইকোর্টে মেয়র মুহিবুর রহমান তার বহিষ্কার আদেশের বিরুদ্ধে আপিল করেন। শুনানি শেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখেন উচ্চ আদালত।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র মুহিবুর রহমান। তিনি জানান, ‘ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল। আমি আইনি লড়াই করে স্বপদে আবার বহাল হয়েছি। একই সঙ্গে হাইকোর্ট মন্ত্রণালয়ের করা সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন।’

এর আগে মুহিবুরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন বিশ্বনাথ পৌরসভার কয়েকজন কাউন্সিলর। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।