সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলের উমনপুরে নিজ বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেট গ্যাসফিল্ডসের কর্মকর্তা মইনুল হোসেন আয়ানী (৫০)। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় আহত হয়ে হাসপাতারে মারা যান তিনি।
জৈন্তাপুরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মইনুল হোসেন উমনপুর গ্রামের ঈসা মেম্বারের ছেলে।
ওসি জানান, মোটরসাইকেলে সিলেট গ্যাস ফিল্ডসের উপ-ব্যবস্থাপক মঈনুল হোসেন বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল নেওয়ার পর রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।