গাইবান্ধার সাঘাটা উপজেলার ব্রহ্মপুত্রের নদের দুর্গম চরাঞ্চল থেকে ১২টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ জুন) দুপুরে সাঘাটা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া বুগার পটল চরে কাশবনের মাঝে অভিযান চালানো হয়। এ সময় চোররা পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই গরু রেখে পালিয়ে যায়। পরে কাশবনের মাঝ থেকে ছোট-বড় মোট ১২টি দেশি জাতের গরু উদ্ধার করা হয়।
উদ্ধার গরুর মধ্যে চারটির মালিক একই উপজেলার ঘুরিদহ ইউনিয়নের যাদুর তাইড় গ্রামের মোহাম্মদ শফিউর রহমান। তাকে চারটি গরু দেওয়া হয়েছে। বাকিগুলোর প্রকৃত মালিকের সন্ধান করছে পুলিশ।
এ ঘটনায় মোহাম্মদ শফিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সাঘাটা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পুলিশ সুপার বলেন, ‘সাঘাটা থানার সীমান্তবর্তী থানাগুলোয় বেতার বার্তা পাঠানো হয়েছে। প্রকৃত মালিক পাওয়া গেলে গরুগুলো হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’