ময়মনসিংহ বোর্ডে জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা

গতবারের চেয়ে এবারও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ফলাফলে জিপিএ-ফাইভে এগিয়ে রয়েছে মেয়েরা। শিক্ষা বোর্ডের এবারের ফলাফলে ৩৫ হাজার ৭৭৬ জন জিপিএ ফাইভ পেয়েছে। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ১৯ হাজার ৬০২ জন এবং ছেলে ১৬ হাজার ১৭৪ জন।

এবার মানুষের শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ১৯ হাজার ২৩৮ জন। তাদের মধ্যে পাস করেছে এক লাখ এক হাজার ৩৫৮ জন।

শিক্ষা বোর্ডের তথ্য মতে, জামালপুর জেলার ৩২২টি প্রতিষ্ঠান থেকে ২৯ হাজার ১১৫ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ২৫ হাজার ৯৪০ জন; পাসের হার ৮৯.০৯ শতাংশ। ময়মনসিংহ জেলায় ৫৭৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫২ হাজার ৩৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৪৪ হাজার ১৬০ জন; পাসের হার ৮৪.৩৭ শতাংশ। শেরপুর জেলায় ১৬৪টি প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার ৫১৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২ হাজার ৯১২ জন। পাসের হার ৮৩.২২ শতাংশ। নেত্রকোনা জেলার ২৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২ হাজার ২৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৩৪৬ জন। পাসের হার ৮২.৩৯ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর কিরিট কুমার জানান, গেলোবারের মতো এবারও ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা অনেকাংশেই এগিয়ে আছে ছেলেদের চেয়ে। আগামীতে ফলাফল আরও ভালো হবে- এমনটাই প্রত্যাশা সবার।