বগুড়ায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে হেফজুল মিঠু (৪৫) ও আফরোজা বেগম (৪০) নামে দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার আড়িয়া বাজার এলাকার ভাড়া বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, সুরতহালে আত্মহত্যার কোনও লক্ষণ দেখা যায়নি। দুপুরে লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হেফজুল মিঠু বগুড়ার নন্দীগ্রামের বাসিন্দা। পেশায় কাঠ ব্যবসায়ী। স্ত্রী আফরোজা বেগমকে নিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। প্রায় এক যুগ আগে শাজাহানপুরের প্রাণবাড়িয়া গ্রামের আফরোজাকে বিয়ে করেন মিঠু। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের কোনও সন্তান হয়নি। মিঠু ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মালয়েশিয়ায় চাকরি করেন। করোনাকালে সেখানে সুবিধা করতে না পেরে দেশে ফিরে আসেন। এরপর ভায়রা জুয়েল হাসানের সঙ্গে গাছ কেনাবেচা ও কাঠের ব্যবসা করতেন। প্রায় তিন মাস আগে আফরোজা হৃদরোগে আক্রান্ত হন। তার ডায়াবেটিসও ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে কখনও ঝগড়া হয়নি।

বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মিঠু ও আফরোজা অসুস্থ হয়ে পড়েন। তারা ছটফট করছিলেন, কথা বলতে পারছিলেন না। আফরোজার বোন শিমুর সহযোগিতায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীদের কেউ কেউ বলেছেন, তারা হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা জানা সম্ভব হয়নি। হাসপাতালের চিকিৎসকও বলতে পারেননি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।