বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাহুবল উপজেলার বাংলাবাজার বৃন্দাবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাজনগর গ্রামের কামাল মিয়ার ছেলে সজিব মিয়া (২৫) এবং একই গ্রামের সালমান মিয়া (২২)।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সজিব ও সালমান মোটরসাইকেলে সিলেট থেকে নরসিংদী যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাংলাবাজার বৃন্দাবন এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সজিব ও সালমান নিহত হয়। স্থানীয় জনতা বাসটি আটক করে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নরসিংদীর দুই যুবক মোটরসাইকেলে ঈদে সিলেট বেড়াতে আসে। সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে রাতে তারা বাড়ি ফিরছিল। ফেরার পথে বাসের চাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’