ঘরে আগুন, গরু-ছাগলসহ ঘুমন্ত বৃদ্ধার পুড়ে মৃত্যু

মৌলভীবাজারে রাজনগর উপজেলার পূর্ব কদমহাটায় বসতঘরে আগুনে নূরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছে। এ সময় দুটি গরু এবং তিনটি ছাগলও পুড়ে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা  করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সোমবার ভোরে ওই এলাকার আমেরিকা প্রবাসী মিন্টু মিয়ার বাড়ির কেয়ারটেকার ময়না মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের ভেতর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, সোমবার ভোররাতে ময়না মিয়ার পরিবারের সবাই সেহরি খেয়ে ঘুমানোর পর বসতঘরে আগুন লাগে। এ সময় প্রাণে বাঁচতে পরিবারের পাঁচ জন  ঘরের বাইরে চলে আসলেও অসুস্থ নূরজাহান বেগম বের হতে পারেননি। তিনি ঘরের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান। ছয় সদস্যদের পরিবার নিয়ে প্রবাসীর বাড়িতে একটি টিনশেডের ঘরে থাকতেন নূরজাহান বেগম।

রাজনগর থানার ওসি আব্দুস ছালেক বলেন, ‘আগুনে বৃদ্ধার হাড় ছাড়া সারা শরীর পুড়ে গেছে।  ময়নাতদন্ত করার কোনও সুযোগ নেই। তাকে দাফন করা হয়েছে।’