আগুনে পুড়ে ছাই ১৪ দোকান

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভয়াবহ আগুনে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান জানান, দুপুরে বাহুবলের মিরপুর বাজারে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা বিকাল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি আরও জানান, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।