পাহাড় ও কৃষিজমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার, জরিমানা সাড়ে ৯ লাখ

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় দুটি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, উপজেলাধীন মধ্যম তালবাড়িয়া এলাকার এমএইচবিআই ব্রিক ফিল্ডকে ইটভাটা স্থাপনের লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকা এবং কৃষিজমির মাটি ব্যবহারের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উপজেলার করেরহাট ইউনিয়নের সামনের খিল এলাকার এমরানী অটোব্রিক্স নামের ইটভাটায় অভিযানকালে ইটভাটার নিকটবর্তী পাহাড় ও কৃষিজমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটি লাইসেন্স কিংবা অনুমোদন দেখাতে ব্যর্থ হয়। অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা এবং অবৈধভাবে পাহাড় ও কৃষিজমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে এই ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় মীরসরাই থানা পুলিশ এবং জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।