বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে বিপ্লব রায়‌ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিপ্লব ওই গ্রামের কানু রায়ের ছেলে এবং বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তার কাকার নতুন বাড়ির ছাদ ঢালাই হয়েছে। ছাদের পাশ দিয়ে বিদ্যুতের মেইন লাইনের তার গেছে। বেলা ১১টার দিকে বিপ্লব ওই ছাদে ওঠে। সেখানে থাকা ইলেকট্রিক তার নিয়ে সে বিদ্যুতের মেইন লাইনের তারের ওপর ছুড়ে মারে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলীমুর রাজীব জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে বিপ্লবের মৃত্যু হয়।

অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।