নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিন দিন পরে পুকুর থেকে আব্দুল্লাহ নামে ছয় বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই এলাকার মাসুদ আলির ছেলে।

জানা যায়, গত রবিবার সকাল ১১টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি আব্দুল্লাহ। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া গেলে ওইদিনই ঠাকুরগাঁও সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন শিশুটির বাবা মাসুদ। মঙ্গলবার সকালে শিশুটির দাদা পুকুর পাড়ে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান। পরে অর্ধগলিত শিশুর মরদেহটি উদ্ধার করেন এলাকাবাসী।

এ ঘটনায় শিশুটির পরিবারসহ ওই এলাকায় শোকের মাতম চলছে। আর্তনাদে ফেটে পড়ছেন শিশুটির মাসহ আত্মীয়-স্বজনরা।

এ বিষয়ে সদর থানার ওসি ফিরোজ কবির ফোনে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে আনা হবে।’ পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।