রাজশাহী বিভাগে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের ১০১ জন ভোট দেবেন 

‘১৪ বছর আগে বাড়ি ছেড়েছি। তখন থেকে কেউ খোঁজ নেয়নি। আমিও রাখি না। সে সময় থেকেই অন্য হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) সঙ্গে রাজশাহীতে থাকি। রাষ্ট্র আমাদের স্বীকৃতি দিয়েছে। নিজস্ব একটা পরিচয় পেয়ে এখন নিজের নামে সিমকার্ডটাও কিনতে পারি। এ কারণে আমি খুবই খুশি। আমি নতুন ভোটার হিসেবে এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবো।’– এভাবেই নিজের অনুভূতির কথা বলছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার রিতা খাতুন (২২)।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, রাজশাহী বিভাগে এবার মোট ১০১ জন এবং রাজশাহী জেলায় ১৮ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার হয়েছেন। যারা প্রথমবারের মতো নিজ পরিচয়ে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী অঞ্চলের ৩৯টি সংসদীয় আসনে এবার মোট ১ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ৩৪০ জন ভোটার ভোট দেবেন। এ ছাড়া রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৭৭ হাজার ৭৬১ জন। যার মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন। 

রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মুহিন বলেন, ‘রাষ্ট্রের এই স্বীকৃতি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নের জন্য একান্তই জরুরি ছিল। তবে যে ১৮ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি হিসেবে রাষ্ট্রীয় পরিচয়ে ভোটার হয়েছেন তারা নতুন ভোটার। কিন্তু রাজশাহী শহরসহ ৯টি উপজেলায় সাড়ে ৯০০-এর মতো তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আছেন। তারা নানা জটিলতায় আইডি কার্ড পরিবর্তন করতে পারেননি। তবে প্রত্যাশা থাকবে দ্রুত তারাও স্বীকৃতি পাবেন।’

রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার ২টি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। বগুড়া জেলার ৭টি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ২৭ জন। চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন। নাটোর জেলার চারটি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। পাবনা জেলার ৫টি সংসদীয় আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন।