অন্য হাসপাতাল থেকে এক্সরে করিয়ে এনে নিজেদের নামে চালানোসহ নানা প্রতারণা ও অনিয়মের অভিযোগে কুমিল্লা নগরীর বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টার এবং কিউর ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি হাসপাতাল সিলগালা করা হয়েছে। এ ছাড়া সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযানের পর সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান।
ডা. মেহেদী হাসান জানান, নগরীর রেইসকোর্স এলাকায় কিউর ডায়াগনস্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কোনও লাইসেন্স পাওয়া যায়নি। কর্তব্যরত চিকিৎসক ছিলেন না। এ ছাড়া ডায়াগনস্টিক সেন্টারটির পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় তাদের জরিমানা ও সিলগালা করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশের একটি টিম সহযোগিতা করে।