নীলফামারীর ডোমারে ফেন্সি ডেন্টাল হোম নামে একটি প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনবিহীন দন্ত চিকিৎসক ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এই রায় দেন।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ওমর ফারুকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ তদন্ত করে তার পরিচালিত ফেন্সি ডেন্টাল হোম বন্ধ করার সুপারিশ করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজ তদন্ত করে বিভিন্ন অসঙ্গতি পেয়েছি। তাই এই জরিমানা করে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।’