কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর সড়কে ট্রাকের ধাক্কায় মো. আব্দুল মালেক (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ইউনিয়নের দাসেরহাট আরডিআরএস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক কুড়িগ্রাম পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেলে করে লালমনিরহাটের বড়বাড়ীতে মেয়ের বাড়ি যাচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, আব্দুল মালেক কুড়িগ্রাম থেকে বড়বাড়ী যাওয়ার পথে কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসেরহাট আরডিআরএস বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মালেক।
এ দিকে এ ঘটনায় নিহতের ছোট ভাই সাহাবর আলী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেছেন। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ট্রাক ও চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।
ওসি ফরিদ হোসেন বলেন, ‘ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’