সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র প্রদর্শনের মামলায় সিসিকের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খাঁনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আফতাব। শুনানি শেষে বিচারক আব্দুল মোমেন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত মহানগর আদলতের পাবলিক প্রসিকিউটর জুবায়ের বখত।
আদালত সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আফতাব হোসেন খাঁনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বাদী হয়ে আফতাব হোসেন খানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে এতোদিন জামিনে ছিলেন আফতাব।
সাবেক কাউন্সিলর আফতাব হোসেন ছাড়াও এ মামলায় এখন পর্যন্ত আরও দুজন গ্রেফতার হয়েছেন। তবে প্রদর্শিত সেই অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি।
জানা যায়, গেল সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাসার সামনে অস্ত্রসহ মহড়া দেওয়ার অভিযোগ উঠে। পরে ৬ জুন সকালের ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নগরের ১৩/১৩ সুবিধবাজার দিঘীর পাড় কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহর বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেন ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান। এ সময় কয়েকটি মোটরসাইকেলে থাকা যুবকরা প্রতিদ্বন্দ্বী সাঈদ আব্দুল্লাহর বাসার মূল ফটকের দিকে অস্ত্র প্রদর্শন করেন। ঘটনার সময় আরেকটি মোটরসাইকেলে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকে উপস্থিত থাকতে দেখা যায়।
এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সায়ীদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। অভিযোগে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান।