পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুই বোন হলো- ওই গ্রামের কাজী আমিরুল ইসলামের মেয়ে মাহমুদা আক্তার (৪) ও কাজী ইমরানের মেয়ে ফাতেমা আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয়রা জানান, মাহমুদা ও ফাতেমা দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পানিতে পরে যায়। তাদের দেখতে না পেয়ে পরিবারে লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুসমিতা সাহা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়।