সাংবাদিক নাদিম হত্যা: ১০ আসামির জামিন নামঞ্জুর

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১০ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবু চেয়ারম্যানসহ ১০ জনের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ ১০ আসামির জামিন নামঞ্জুর করেন।

আসামিরা হলো– বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম, মনিরুজ্জামান মনির, গোলাম কিবরিয়া সুমন, মিলন মিয়া, ওহিদুজ্জামান, কফিল উদ্দিন, শহিদ, জাকিরুল ও ফজলু মিয়া।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন– অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, মোকাম্মেল হক, আব্দুল গফুর, ইসমাইল হোসেন সিরাজী।

উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার রাতে বকশীগঞ্জের বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৫ জুন বেলা ৩টার দিকে মারা যান তিনি। ময়নাতদন্তের পর ১৬ জুন উপজেলার নিলক্ষিয়া গোমেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ১৭ জুন নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।