সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ জেলের মৃত্যু

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল থেকে দুপুরের মধ্যে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে তাদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন- নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের আমির আলী (৪৫) ও লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের ইসমাইল হোসেন (৪২)। 

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ও ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাওরের মাছ ধরার সময় বজ্রপাতে ওই দুই জেলের মৃত্যু হয়।