উল্লাপাড়ায় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৫ মে) দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মো. আহসান উল্লাহ বলেন, ‘স্টেশন এলাকায় ওই মালবাহী ট্রেনটি ঘুরানো করা হচ্ছিল। এ সময় হঠাৎ ট্রেনের দু্ইটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ বঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। ট্রেনটি দ্রুত সরানোর ব্যবস্থা করা হচ্ছে।’ 

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. ফেরদৌস হাসান বলেন, ‘খালি ও কয়েকটি মালবাহী ট্রেন স্টেশনে থাকে। সেখান থেকে মালবাহী ট্রেনটি ঘুরিয়ে লাইন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় দুইটি বগি লাইনচ্যুত হয়। দুই ঘণ্টার মধ্যে কোনও ট্রেন না থাকায় এই মুহূর্তে সমস্যা হচ্ছে না। তবে দ্রুত সরিয়ে ফেলতে না পারলে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে। ট্রেনটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’