যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে জামাল হোসেন নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি জেলার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহীদ আল-হাসান।

জানা গেছে, নিহত জামাল তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি গৌরিপুর বাজারের একজন ব্যবসায়ী। সন্ধ্যায় গৌরীপুর পশ্চিম বাজারে গুলির শব্দ হয়। এরপর সেখানে জামালকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

স্বাস্থ্য কর্মকর্তা তৌহীদ আল-হাসান বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে জামাল নামে একজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তিনি গুলিবিদ্ধ ছিলেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আমরা তাকে মৃত ঘোষণার পর আত্মীয়-স্বজনরা লাশ নিয়ে যান।’

তিতাস উপজেলার করিকান্দি ইউনিয়ন চেয়ারম্যান ও কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ বলেন, ‘হত্যার ঘটনাটি শুনেছি। জামাল তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে তার রাজনৈতিক কর্মকাণ্ড বেশি ছিল দাউদকান্দি কেন্দ্রিক।

এদিকে, গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘সন্ধ্যায় শুনলাম গৌরিপুর পশ্চিম বাজারে গুলির শব্দ হচ্ছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখলাম, লোকজন একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কে বা কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিক জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’