দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেলকুচি-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের বেলকুচি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার তামাই কালিয়াপাড়া গ্রামের মুকুল সরকারের ছেলে আল-আমিন (২৩) ও সদর উপজেলার পৌরসভার সয়াধানগড়া মহল্লার নাসির উদ্দিনের ছেলে ইউনুস (৩৬)।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় বেলকুচি পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ সময় মানিক নামে তিন বছরের এক শিশু আহত হয়। 

তিনি আরও বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত শিশুকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।