লরির চাপায় প্রাণ গেলো শিশুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইট বোঝায় লরির চাপায় হাবিবা নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পাগলা থানার নিগুয়ারী মাখল পাঞ্জাথানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাবিবা ওই এলাকার শরিফ হোসেনের কন্যা। 

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান জানান, সকাল ১০টার দিকে হাবিবা বাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসলে দ্রুতগামীর একটি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকাবাসী ওই লরি আটক করেছে তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।