ভ্যান ভাড়া নিয়ে চালককে অপহরণ, ৪ জন গ্রেফতার

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ভ্যানচালককে অপহরণ করে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সোহেল ইসলাম (২১), আজিজুল ইসলামের ছেলে সবুজ ইসলাম (২২), নবীর হোসেনের ছেলে আজিম ইসলাম (১৯) ও খেরবাড়ি গ্রামের আইজুর রহমানের ছেলে মো. সামাদ (৩৫)।

বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান, বোদা উপজেলার বিউটিপাড়া গ্রামের ভ্যানচালক সিরাজুল ইসলাম (৩৫) প্রতিদিনের মতো রবিবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন বিকালে উপজেলা সদরের ধানহাটি থেকে কয়েকজন যুবক তার ভ্যান ভাড়া নিয়ে চন্দনবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করে সন্ধ্যা নামার পর ভ্যানসহ ভ্যানচালক সিরাজুল ইসলামকে অপহরণ করে।

এরপর সিরাজুলের স্ত্রী আরজিনা বেগমকে ফোন করে ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না পাঠালে সিরাজুলকে হত্যার হুমকি দেওয়া হয়। আরজিনা বেগম অপহরণকারীদের বিকাশ করে ১ হাজার টাকা পাঠিয়ে সময় নেন। এরপর আরজিনা বেগম রবিবার রাতে বোদা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে বোদা থানা-পুলিশ অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে উদ্ধারসহ চার জন অপহরণকারীকে গ্রেফতার করে।