চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ঢাবি শিক্ষার্থী

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথরের টুকরা নিক্ষেপে মো. গাফ্ফারুল ইসলাম (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র আহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ধলা স্টেশন সংলগ্ন চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. গাফ্ফারুল ইসলাম ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ঢাবির ব‍্যবসা শিক্ষা বিভাগের এমবিএর শিক্ষার্থী। 

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ধলা স্টেশনে ঢুকার আগে চারিপাড়া এলাকায় আসতেই দুর্বৃত্তরা পাথরের টুকরা নিক্ষেপ করে। পাথরের টুকরাটি ওই যুবকের মাথায় লাগে। এতে ওই যুবকের মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আসলে ওই যুবককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।’

মো. শাহজাহান মিয়া আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখে তার নাম পরিচয় জানা গেছে। আহতের পরিবারের পক্ষ থেকে পরে আর কোনও যোগাযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’