নেত্রকোনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নেত্রকোনায় পৃথক দুই স্থানে পানিতে ডুবে দুই চাচাতো বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে জেলার বারহাট্টা ও দুর্গাপুর উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান জানান, জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।

মৃত দুই শিশু হলো– ওই গ্রামের গিরিন্দ্র সূত্রধরের মেয়ে দিয়া সূত্রধর এবং দীপক সূত্রধরের মেয়ে মেঘলা সূত্রধর। সম্পর্কে তারা চাচাতো বোন। তারা বাট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু বলেন, ‘ওই দুই শিশু শুক্রবার দুপুরে খোঁজাখুঁজি করে কংস নদ থেকে দিয়া ও মেঘলার মরদেহ উদ্ধার করা হয়।’

এদিকে, জেলার দুর্গাপুরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহবুব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চারিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ওই উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার চারিয়া মাসকান্দার পূর্বপাড়া গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে মাহবুব। শুক্রবার দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। সে সময় পানিতে ডুবে যায় মাহবুব। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, ‘মৃত শিশুর মা-বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’