বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভ্যানচালকের মৃত্যু

বগুড়ায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন- শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদীপা ফকিরপাড়ার ইলিয়াস উদ্দিনের ছেলে আশরাফ আলী (৩০) ও ধুনটের মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের আবু তাহেরের ছেলে ভ্যানচালক রঞ্জু মিয়া (৩২)।

শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, সকালে ভ্যানচালক আশরাফ আলী দুই বন্ধু আফজাল ও শাহীনের সঙ্গে পাশের গ্রামে যান। সকাল ১০টার দিকে আশরাফ আলী তেঁতুল পাড়ার জন্য গাছে উঠেন। এ সময় গাছের ওপরে থাকা পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে রঞ্জু মিয়া অটোভ্যানের ব্যাটারি চার্জ দিচ্ছিলেন। এ সময় অবসাবধানতাবশত  বিদ্যুৎস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনও অভিযোগ না থাকায় রঞ্জু মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।