স্বর্ণের বার ছিনতাই: উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ফরিদপুরের মধুখালী উপজেলায় ২০টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদকে গ্রেফতার করেছে পুলিশ। বালিয়াকান্দি এলাকা থেকে রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার সাদিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, ২০ পিস স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় শুক্রবার রাতে স্বর্ণব্যবসায়ী রাসেল মিয়া মামলা করেন। পরে অভিযান চালিয়ে ওই রাতেই ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের রইচ মোল্যাকে (৪০) গ্রেফতার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে সাদিদকে গ্রেফতার করা হয়। ছিনতাই হওয়া ২০টি স্বর্ণের বারের দাম আনুমানিক দেড় কোটি টাকা।

উল্লেখ্য, শুক্রবার মধুখালী উপজেলার কামারখালী গড়াই সেতুর টোলঘর এলাকায় স্বর্ণের বার ছিনতাই হয়। স্বর্ণব্যবসায়ী রাসেল কুমিল্লা থেকে যাত্রীবাহী পরিবহনযোগে চুয়াডাঙ্গায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে। চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনকে আসামি করে মামলা করা হয়।