৯৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৯৪ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, পৃথক তিনটি অভিযানে এই মাদক উদ্ধার করা হয়।

মেজর সাকিব জানান, রবিবার দুপুরে আদর্শ সদর উপজেলার টিক্কারচর ব্রিজ এলাকা থেকে ২৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতার হন দিনাজপুরের বোচাগঞ্জ থানার চণ্ডীপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৩)।

রবিবার দুপুরে একই উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

রবিবার পৃথক অন্য আরেকটি অভিযানে রাতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নাজিরাবাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় মাদক বহনের অভিযোগে গ্রেফতার হন চট্টগ্রামের হালিশহর থানার মগপাড়া আনন্দপুর গ্রামের মৃত মোতাহের হাওলাদারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮); কুমিল্লার কোতয়ালি মডেল থানার তেলিকোনা সাহাপাড়া গ্রামের কানুলাল সাহার ছেলে বিশ্বজিৎ চন্দ্র সাহা (৩৮)। এ সময় মাদক বহন কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

এই র‌্যাব কর্মকর্তা বলেন, ‘অনুসন্ধান ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনা-বেচা এবং সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি মডেল এবং বুড়িচং থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।’