প্রাইভেটকার দুর্ঘটনার পর ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫), একই জেলার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন আহমেদপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে সজীব (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ও সজীব রাতে প্রাইভেটকারে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়। পরে চালক গাড়িটিকে ওপরে ওঠানোর সময় সাগর ও সজীব রেল লাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। সে সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাদের।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, ‘মৃত দুজনের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’