নিখোঁজ ছাত্রনেতাকে উদ্ধারের দাবিতে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ শুরু

১৬ দিন আগে নিখোঁজ ছাত্রনেতা সালাহ উদ্দিনকে উদ্ধারের দাবিতে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ চলছে রাঙামাটির রাজস্থলীতে। মঙ্গলবার সকাল থেকে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে ডাকা অবরোধে রাজস্থলী, চন্দ্রঘোনা ও বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

নিখোঁজ সালাহ রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। ৪ ডিসেম্বর ঘিলাছড়ি ইউনিয়নে আমতলীপাড়া  এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

সালাহ উদ্দিনের বড় ভাই ফোরকান হোসেন মুন্না জানান, তার ছোট ভাই সালাহ বান্দরবান সরকারি কলেজের ছাত্র। ৪ ডিসেম্বর সকালে নিখোঁজ হন। পরিবারের ধারণা, আঞ্চলিক সংগঠন জেএসএস সন্ত্রাসীরা সালাহকে অপহরণ করেছে।

এই ব্যাপারে রাজস্থলী থানার ওসি জাকির হোসাইন বলেন, ‘নিখোঁজ সালাহ উদ্দিন ছাত্রলীগ নেতা হলেও তিনি একজন ব্যবসায়ী। তার এক্সক্যাভেটর (মাটি কাটার যন্ত্র) আছে। নিখোঁজের দিন তিনি রাজস্থলী বান্দরবান সীমান্তবর্তী আমতলীপাড়ায় যান কাজের খোঁজে এবং রাত ১১টা পর্যন্ত মোবাইল ফোন খোলা ছিল। এরপর থেকে বন্ধ আছে। তাকে উদ্ধারের দাবিতে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। গাড়ি চলাচল বন্ধ আছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’