মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী (৪৫) নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টায় বড়তাকিয়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।

নিহত ব্যক্তির নাম জানা যায়নি। তিনি সীতাকুণ্ডু উপজেলার কুমিরা জোড়ামতল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বড়তাকিয়া মাছ বাজারের একাধিক মাছ ব্যবসায়ী জানান, প্রতিদিন সীতাকুণ্ডু উপজেলার কুমিরা ঘাট থেকে মাছ কিনে বড়তাকিয়াসহ বিভিন্ন বাজারে বিক্রি করতেন নিহত ব্যবসায়ী। সোমবার দুপুরে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয়দের কাছে শুনেছি, একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই মাছ ব্যবসায়ী মারা গেছেন। পরে তার আত্মীয়-স্বজন এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছেন। তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।’