৭২ ঘণ্টা পর লাশ ফেরত দিলো ভারতীয় পুলিশ

লালমনিরহাটলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নিহত বাংলাদেশি জাহিদুল ইসলামের (২২) লাশের ময়নাতদন্ত শেষে ৭২ ঘণ্টা পর পাটগ্রাম থানা পুলিশের কাছে ফেরত দিয়েছে ভারতীয় মেখলিগঞ্জ থানা পুলিশ।

নিহত জাহিদুল ইসলাম পাটগ্রাম উপজেলার শ্রীরামুপর ইউনিয়নের ইসলামপুর এলাকার দুলাল হোসেনের ছেলে। গত ১৬ ডিসেম্বর বুধবার ভোরে ওই উপজেলার শ্রীরামপুর সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন। এরপর বিএসএফ ও মেখলিগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি-বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক করে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর সীমান্তের ৮৫৩ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফের উভয় দিকের কোম্পানি কমান্ডারসহ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় রায় পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্তের কাছে জাহিদুল ইসলামের লাশ ফেরত দেন।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল ইসলাম ভারতীয় বিএসএফের গুলিতে নিহত জাহিদুল ইসলামের লাশ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদপত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, শুক্রবার দুপুরে ভারতীয় বিএসএফ ও বিজিবির সদস্যদের উপস্থিতিতে ভারতে ময়নাতদন্ত শেষে জাহিদুল ইসলামের লাশ মেখলিগঞ্জ থানার ওসি মৃত্যুঞ্জয় রায়ের নিকট থেকে আমি বুঝে নিয়ে তার বাবা দুলাল হোসেনের কাছে হস্তান্তর করেছি। বিএসএফের গুলিতেই জাহিদুলের মৃত্যুর বিষয়টি ভারতীয় পোস্টমর্টেম রিপোর্টে উঠে এসেছে বলে জানান তিনি।