জিডি করার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
জিডিতে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন উল্লেখ করেন, বৃহস্পতিবার অফিস কক্ষে একটি উড়ো চিঠি পান বিভাগের এক কর্মচারী। চিঠির ওপরে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নাম থাকায় ওই কর্মচারী চিঠিটি তাকে দেন। চিঠি খুলে তিনি দেখতে পান এতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার কারও সঙ্গে শত্রুতা নেই। কে বা কারা এমন হুমকি দিচ্ছে সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।