নারায়ণগঞ্জে সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের বন্দরে শত্রুতার জের ধরে স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াছকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার আদমপুর এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি ফখরুল ইসলাম। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তুষার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা উদ্ঘাটনের জন্য তুষারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে শত্রুতার কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, নিহত ইলিয়াছ তার পত্রিকার বন্দর প্রতিনিধি ছিলেন। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

নিহত ইলিয়াছ বন্দরের জিওধারা চৌরাস্তা এলাকার মজিবুর রহমানের ছেলে।

বন্দর থানার এস আই তাহিদুল ইসলাম জানান, রাতে বন্দরের আদমপুর এলাকায় কে বা কারা স্থানীয় সংবাদকর্মী ইলিয়াছকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া ) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।