প্লাজমা দিতে গে‌লেন ক‌রোনাজয়ী ২৪ পুলিশ সদস্য

Kurigram Police Corona Free Picture-02 09.09.20

‌নি‌জেরা ক‌রোনা আক্রান্ত হ‌য়ে স্বজনদের থে‌কে বি‌চ্ছিন্ন জীবন কা‌টি‌য়ে‌ছেন। জীবন-মৃত‌্যুর স‌ন্ধিক্ষ‌ণে প্রাণঘাতী ভাইরা‌সের সঙ্গে তুমুল লড়াই ক‌রে অব‌শে‌ষে জ‌য়ী হন তারা। এখন নি‌জে‌দের শরী‌রে ক‌রোনাবি‌রোধী এ‌ন্টিব‌ডি ধারণ ক‌রে করোনাভাইরাসে আক্রান্তদের বাঁচা‌তে প্লাজমা দিতে প্রস্তুত কু‌ড়িগ্রা‌মের ২৪ পু‌লিশ সদস‌্য। প্লাজমা দি‌তে দুই নারী পুলিশ সদস্যসহ ২৪ পুলিশ সদস্য এখন ঢাকায়।

মঙ্গলবার (৮ সে‌প্টেম্বর) রাতে তারা কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্স থেকে রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় হাসপাতালে উদ্দেশ্যে রওনা দেন। এসময় তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাকালীন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত জেলায় বিভিন্ন থানায় আক্রান্ত হয়েছেন জেলা পুলিশের ৪৭ জন সদস্য। এদের মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দুজন পুলিশ সদস্য। সুস্থ হওয়াদের মধ্যে ২৪ পুলিশ সদস্য করোনা রোগীদের প্লাজমা দিতে রাজি হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, করোনা থেকে মুক্ত রোগীদের শরীরে তৈরিকৃত এন্টিবডি করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। এজন্য প্লাজমা দেওয়ার উদ্দেশ্যে তাদের রাজারবাগ পুলিশ লাইন্সে প্রেরণ করা হয়েছে। করোনাজয়ী এই ২৪ পুলিশ সদস্যের প্লাজমা করোনা আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে সহায়তা করবে।