হাওর বিষয়ক মন্ত্রণালয় স্থাপনের দাবি

Netrakona-26.8.20



হাওরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবি জানিয়েছে ‘হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম’।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনটি এই দাবি জানানোর পর জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও পেশ করেছে।

সংগঠনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সদস্য সচিব সুস্থির সরকার। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, হাওর আন্দোলনের নেতা সজিব সরকার জয় এবং সাংবাদিক ও লেখক সঞ্জয় সরকার।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, 'দেশের সাতটি জেলা নিয়ে গঠিত হাওরাঞ্চল অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা। কিন্তু সুষ্ঠু পরিকল্পনা এবং প্রয়োজনীয় উদ্যোগের অভাবে স্বাধীনতার ৪৯ বছরেও এলাকাটির কাঙ্খিত উন্নয়ন হয়নি। এ কারণে হাওরের বাসিন্দারা আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পাশাপাশি অপরিকল্পিত উন্নয়নসহ নানা প্রতিবন্ধকতায় দিনে দিনে হাওরের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তাই পার্বত্য অঞ্চলের মতো হাওর এলাকার জন্যও একটি পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।'