নিহত দুজন হলেন– মোসলেমা আক্তার শিখা (৩৮) ও তার তিন বছর বয়সী সন্তান তৌফিকুল ইসলাম তৌকির।
ওসি জানান, সকালে ওই গ্রামের হারুনুর রশিদ পলাশের স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ বসতঘরের খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুজনের লাশ উদ্ধার করে মাদারগঞ্জ থানায় নিয়ে আসে। হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এ ঘটনায় হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।