বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তরা নাহিদ (২০) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক সাব-ঠিকাদারকে ডেকে নিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার শাকপালা দক্ষিণপাড়ায় এ নৃশংস ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমবার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি।
এলাকাবাসীর বরাত দিয়ে আমবার হোসেন জানান, শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে নাহিদ পল্লী বিদ্যুৎ সমিতির সাব-ঠিকাদার ছিলেন। মঙ্গলবার রাত ৯টার দিকে দুর্বৃত্তরা পাশের শাকপালা দক্ষিণপাড়া এলাকায় তাকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তবে এলাকাবাসীর অভিযোগ, নাহিদ শাকপালার রাসেল নামে এক ব্যক্তির কাছে টাকা পেতেন। টাকা দেওয়ার নামে রাসেল তাকে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে কুপিয়ে ও গলাকেটে নাহিদকে হত্যা করা হয়।