নিহত ডুবুরির নাম মো. মামুন (৪০)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বিশাল কান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
ওসি জানান, রবিবার বিকাল ৫টায় হাতিয়ার নলচিরা ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীতে এমভি মিথিলা সালমান-৩ জাহাজের ইঞ্জিনের পাখায় জাল আটকে যায়। পরে ঢাকা থেকে দুজন ডুবুরি আনা হয় জাল কাটার জন্য। তাদের একজন মামুন জাল কাটতে নদীতে নেমে নিখোঁজ হয়।
তিনি আরও জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।