বীরপ্রতীক তারামন বিবির স্বামীর মৃত্যু

বীরপ্রতীক তারামন বিবি ও তার স্বামী আব্দুল মজিদ

প্রয়াত বীর প্রতীক তারামন বিবির স্বামী আব্দুল মজিদ মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তারামন বিবির ছেলে আবু তাহের নিজে তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন।

এর আগে ২০১৮ সালের ১ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত রোগে মারা যান বীর প্রতীক তারামন বিবি।

আবু তাহের জানান, তার বাবা আব্দুল মজিদ দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। এরমধ্যে গতকাল ( রবিবার) তার পেট ফুলে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে তার অবস্থার উন্নতি না হলে তাকে বিকালে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার রাত সাড়ে ৯টায় জানাজা শেষে রাজীবপুরের কাচারিপাড়া গ্রামে নিজ বাড়ির সংলগ্ন তারামন বিবির কবরের পাশে আব্দুল মজিদকে দাফন করা হবে বলে জানান আবু তাহের।

দেশবাসীর কাছে বাবা-মা’র জন্য দোয়া চেয়ে আবু তাহের বলেন, ‘বাংলাদেশ সরকার আমার মা’র জন্য যথেষ্ট করেছে, আমরা সরকারের কাছে কৃতজ্ঞ। মা মারা যাওয়ার পর তার জন্য বরাদ্দকৃত রেশনকার্ডটি বন্ধ হয়ে গেছে। সরকার সেই রেশন কার্ড ও মা’র জন্য বরাদ্দকৃত ভাতা আমাদের দুই ভাইবোনের জন্য চালু রাখলে আমাদের জন্য অনেক উপকার হতো।

প্রসঙ্গত, বীর প্রতীক তারামন বিবির মৃত্যুর দেড় বছর পর তার স্বামী আব্দুল মজিদের মৃত্যু হলো।