গাজীপুরে পিকআপ উল্টে দু'ফেরিওয়ালা নিহত

 

গাজীপুর



গাজীপুরে পিকআপ উল্টে আনোয়ার হোসেন (৩২) ও আমির হোসেন (৩০)  নামে দুই ফেরিওয়ালা নিহত হয়েছেন। আনোয়ার নেত্রকোনার কমলাকান্দা উপজেলার মহিষাসুরা গ্রামের সাকের আলীর ছেলে এবং আমির দুর্গাপুর উপজেলার সারিয়ার মাসকান্দা গ্রামের মিয়াজ আলীর ছেলে। রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মশিউর রহমান জানান, গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে দু'ফেরিওয়ালা আনোয়ার হোসেন ও আমির হোসেন শ্রীপুরের মাওনা যাওয়ার উদ্দেশ্যে পিকআপে ওঠে। রাজেন্দ্রপুর এলাকায় পিকআপটি পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে সড়ক বিভাজকের সঙ্গে পিকআপটি ধাক্কা লেগে উল্টে যায়।  এতে আনোয়ার হোসেন ও আমির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহতদের লাশ উদ্ধার এবং পিকআপটি আটক করে। 

পুলিশের ওই কর্মকর্তা জানান, ওই দুই ব্যক্তি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ভাড়া বাসায় থাকতো। তারা ফেরি করে কাপড়সহ বিভিন্ন জিনিস বিক্রি করতো।