চবি উপাচার্যের স্বামীর মৃত্যু

লতিফুল আলম চৌধুরীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের স্বামী অবসরপ্রাপ্ত মেজর লতিফুল আলম চৌধুরী (৭১) মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূইয়া এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, গত ১৩ জুলাই লতিফুল আলম চৌধুরীর করোনা পজেটিভ শনাক্ত হন। এরপর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তার করোনাভাইরাস নেগেটিভ আসে। কিন্তু নিউমোনিয়ার কারণে তাকে আইসিইউতে ভর্তি করতে হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন।

তিনি আরও বলেন, আজ বুধার বেলা ১১টায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে উনার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। নগরীর গরিবুল্লাহ শাহ মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।