কুমিল্লার মনোহরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শাকিল (১৯)। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দাদঘর গ্রামের আঠিয়া বাড়ি। মঙ্গলবার (২৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, ধর্ষিত ওই তরুণীর পিতাও একজন প্রতিবন্ধী ভিক্ষুক। মঙ্গলবার বিকেলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব কবির।
তিনি জানান, প্রতিবন্ধী ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছে ধর্ষক শাকিল। সোমবার রাতে এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মামলা হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে ধর্ষক শাকিলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই তরুণীকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলে জানান তিনি।