কুষ্টিয়ায় পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সিরাজগঞ্জ। সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে র্যাব-১২ এর একটি বিশেষ আভিযানিক দল কুষ্টিয়ার সদর উপজেলার বড় আইলচরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। সোমবার সন্ধ্যায় র্যাব-১২ মিডিয়া অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া শহরের রেনউইক কমলাপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে জেড এম সম্রাট (৩১) এবং মজমপুর এলাকার মৃত গোলাম রসুলের ছেলে দ্বীন ইসলাস রাসেল (২৮)।
গ্রেফতারের পর সম্রাটের কাছ থেকে অবৈধ ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।